Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

গণপূর্ত বিভাগ-২, রাজশাহী

 

 রাজপাড়া, রাজশাহী

 

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধী গণপূর্ত অধিদপ্তর প্রায়  ১৬০ বৎসরপূর্ব হতে বাংলাদেশের সরকারী নির্মাণজগতে এককভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে|প্রশিক্ষিত এবং অভিজ্ঞতাসম্পন্ন  সিভিল,ইলেট্রিক্যাল ও মেকানিক্যাল প্রকৌশলী দ্বারা সু-সংগঠিতগণপূর্ত বিভাগ এখনও তার স্ব-মহিমায়উজ্জ্বল।সারা বাংলাদেশে প্রতিটি জেলায় গণপূর্ত বিভাগের এক বা একাধিক নির্বাহী প্রকৌশলী এবং উপ-বিভাগীয় প্রকৌশলীর অফিস আছে।

  

গণপূর্ত বিভাগ-২, রাজশাহী  কাজীহাটা , রাজশাহীতে অবস্থিত। এটি সি এন্ড বি অফিস নামেও পরিচিত। বিভিন্ন সরকারি দপ্তর ও বাসভবন নির্মাণ ও মেরামত কাজসহ সরকারি ভবনসমূহের , সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবন সমূহের মূল্যায়ন ও ভাড়া নির্ধার, সরকারি পরিত্যক্ত সম্পত্তি রক্ষণাবেক্ষণ ইত্যাদি কা গণপূর্ত বিভাগে করা হয় । 

 

গণপূর্ত বিভাগ-২  রাজশাহী  শহরের মধ্যকার স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় (র‌্যাব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স), জনপ্রশাসন মন্ত্রণালয় (বিভাগীয় কমিশনার অফিস ও বাসভবন), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, র্কমসংস্থান ও জনশক্তি মন্ত্রণালয়, সমাজসেবা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন অবকাঠামো নির্মাণ , মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে।

রাজশাহী  শহরের বাহিরে জেলার গোদাগাড়ি, বাগমারা, মোহনপুর, দূর্গাপুর, পুঠিয়া ও তানোর উপজেলার বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অবকাঠামো  নির্মাণ , মেরামত ও রক্ষণাবেক্ষণ গণপূর্ত বিভাগ-২, রাজশাহী  এর জুরিস্ডিকশনের অন্তর্ভূক্ত।